স্বাধীনতার হীরক জয়ন্তী বর্ষে পালিত হচ্ছে ‘আজাদি কা অমৃত মহোৎসব’। তাই সোশ্যাল মিডিয়ার ডিসপ্লে পিকচারে ত্রিবর্ণরঞ্জিত পতাকার ছবি দেওয়ার পাশাপাশি সকলকে নিজেদের বাড়িতে তেরঙ্গা ওড়ানোর আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এ নিয়েই গেরুয়া শিবিরের বিরুদ্ধে লাগাতার আক্রমণ শানিয়ে যাচ্ছেন রাহুল গান্ধী। এবার বিজেপির উদ্দেশে তাঁর কটাক্ষ, যারা ৫২ বছর ধরে তেরঙ্গা ওড়ায়নি, তারা যে সেনাকে সম্মান করবে না সেটাই স্বাভাবিক।
প্রসঙ্গ, রাহুল নিজের সোশ্যাল মিডিয়ার ডিপিতেও তেরঙ্গার ছবি যুক্ত করেছেন। কিন্তু সেই পতাকা দেখা গিয়েছে জওহরলাল নেহরুর হাতে। আর এই সূক্ষ্ম খোঁচার পরদিনই এবার গেরুয়া শিবিরকে সরাসরি আক্রমণ করলেন তিনি। তিনি তাঁর কর্ণাটকের খাদি গ্রামে যাওয়ার প্রসঙ্গে লিখেছেন, ‘কর্ণাটক খাদি গ্রাম শিল্পের সমস্ত সহকর্মীদের সাথে দেখা করে খুব আনন্দ হল। ইতিহাস সাক্ষী যারা ‘হর ঘর তেরঙ্গা’ অভিযান চালাচ্ছেন তাদের জন্ম দেশবিরোধী সংগঠন থেকে, যারা ৫২ বছর ধরে তেরঙ্গা তোলেনি। স্বাধীনতা সংগ্রাম থেকে তারা কংগ্রেস দলকে তখনও থামাতে পারেনি এবং আজও থামাতে পারবে না।’ রাহুল নাম না নিলেও পরিষ্কার, তিনি আরএসএসের কথাই বলতে চেয়েছেন।