শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়াতেই বুধবার তাঁকে ক্যাবিনেট থেকে সরিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মন্ত্রিত্ব হারিয়ে এবার মাটির কাছাকাছিই থাকতে চান রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। বুধবার রাজভবনে যখন নতুন মন্ত্রীরা শপথ নেওয়ার জন্য উপস্থিত হয়েছেন, তখন সদ্য প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী যান মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বৈঠকে যোগ দিতে। তবে গাড়ি নয়, মন্ত্রিত্ব থেকে সরে যাওয়ার আগে নিজেই লালবাতি লাগানো গাড়ি ছেড়ে স্কুটিতে সওয়ার হন তিনি। এ নিয়ে মেখলিগঞ্জের বিধায়ক বলেন, ‘যখন যেটা সম্ভব হয়, স্কুটি, মোটরবাইক, গাড়ি— সেটা নিয়েই যাই।’
জনসংযোগ বাড়াতে গতকাল মাঠে গিয়ে চাষি থেকে পুরকর্মীদের সঙ্গে দেখাও করেন পরেশ। মন্ত্রী পদ চলে যাওয়ায় কোনও আক্ষেপ নেই বলেই জানিয়েছেন তিনি। তাঁর কথায়, ‘শীর্ষ নেতৃত্ব যা সিদ্ধান্ত নেবেন, সেটাই মাথা পেতে নেব।’ তাই মন্ত্রিত্ব থেকে বরখাস্ত হওয়ার আগেই লালবাতি লাগানো গাড়ি ছেড়ে নিজের স্কুটিতে সওয়ার হন তিনি। বৃষ্টির মধ্যে মাঠে গিয়ে চাষিদের সুবিধা-অসুবিধার কথাও শোনেন। বিধায়কের কথায়, এখন চাষের সময়। কিন্তু বৃষ্টির জন্য মাঠে চাষ করতে অসুবিধা হচ্ছে। তাঁদের সঙ্গে কথা বললাম। আগামী দিনে দিদি-র পরামর্শ মোতাবের চায়ের দোকান থেকে গ্রামে-গঞ্জেও তাঁকে দেখা যাবে বলে জানিয়েছেন পরেশ। দলীয় সংগঠনকে চাঙ্গা করাই এখন তাঁর একমাত্র লক্ষ্য।