সোমবার দুপুরেই নবান্নের সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, আগামী বুধবার মন্ত্রিসভায় ছোটখাটো রদবদল করতে চলেছেন তিনি। আর সেই রদবদলের ফলে মন্ত্রিসভায় অন্তত ৭ থেকে ৮টি নতুন মুখ আসতে পারে। অবশেষে চূড়ান্ত হয়ে গেল মমতার মন্ত্রিসভায় নতুন মুখদের নাম। মন্ত্রী হিসেবে মোট শপথ নিচ্ছেন ৯ জন। যার মধ্যে ৮ জন-ই নতুন মুখ। জানা গিয়েছে, মোট ৯ জন মন্ত্রীর মধ্যে পূর্ণমন্ত্রী হচ্ছেন প্রদীপ মজুমদার, পার্থ ভৌমিক, বাবুল সুপ্রিয়, উদয়ন গুহ ও স্নেহাশিস চক্রবর্তী। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হচ্ছেন বীরবাহা হাঁসদা ও বিপ্লব রায়চৌধুরী। আর প্রতিমন্ত্রী হচ্ছেন তাজমুল হোসেন ও সত্যজিৎ বর্মণ। এরমধ্যে বীরবাহা হাঁসদা ছাড়া, বাকি ৮ জন-ই নতুন মুখ। বুধবার বিকাল ৪টে নাগাদ নতুন মন্ত্রীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, মন্ত্রিসভা থেকে পার্থ চট্টোপাধ্যায়ের অপসারণের দিনই মুখ্যমন্ত্রী বলেছিলেন যে, তাঁর মন্ত্রিসভায় ৫-৬ জন নতুন মুখ আসতে চলেছে। তবে সেই সংখ্যাটা যে বাড়ছে, এবার তা নিশ্চিত হয়েই গিয়েছে। উল্লেখ্য, মঙ্গলবারই ফোন যায় প্রদীপ মজুমদার, বিপ্লব রায়চৌধুরী ও স্নেহাশিষ চক্রবর্তীর কাছে। ফোন করে তাঁদের মন্ত্রিসভায় নিয়ে আসার কথা জানানো হয়। এছাড়াও আরও দুজন, তাজমুল হোসেন এবং সত্যজিৎ বর্মণকেও বলা হয়, কলকাতায় থাকতে। কারণ এরা জেলা থেকে মন্ত্রী হবেন। এখন প্রশ্ন হচ্ছে, কে কোন দফতর পাবেন? প্রদীপ মজুমদার কৃষি দফতরের দায়িত্ব পেতে চলেছেন বলে একপ্রকার নিশ্চিত। কারণ তিনি দীর্ঘদিন ধরেই মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা । তাই সেই থেকেই মনে করা হচ্ছে যে, যে কৃষি দফতরেরই দায়িত্ব পেতে চলেছেন তিনি।