বরাবরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কড়া সমালোচক তিনি। বিশেষ করে কেন্দ্রের অর্থনৈতিক নীতির বিরুদ্ধে বরাবরই সরব হতে দেখা গিয়েছে তাঁকে। এবার মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর ঘিরে আমেরিকা-চীন যুদ্ধ পরিস্থিতি তৈরি হতেই ফের বিস্ফোরক মন্তব্য করলেন বর্ষীয়ান বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। তিনি দাবি করলেন, তিব্বত ও তাইওয়ানকে আজ যে ভারত চীনের অংশ বলে মেনে নিয়েছে, তা জহরলাল নেহেরু ও অটলবিহারী বাজপেয়ীর ‘নির্বুদ্ধিতা’র কারণেই।
স্বাভাবিকভাবেই তাইওয়ান ইস্যুতে নেহরুর সঙ্গে বাজপেয়ীর প্রসঙ্গ তুলে গেরুয়া শিবিরকে নতুন করে অস্বস্তিতে ফেললেন স্বামী। শুধু তাই নয়, মোদীকে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি। বুধবার সকালে টুইট করে তিনি লিখেছেন, ‘আমরা ভারতীয়রা যে তিব্বত ও তাইওয়ানকে চীনের অংশ বলে মেনে নিয়েছি তা নেহরু ও অটলবিহারী বাজপেয়ীর নির্বুদ্ধিতার কারণেই। আর আজ চীন পারস্পরিক সম্মত নিয়ন্ত্রণরেখাকেও সম্মান করছে না। তারা লাদাখের একাংশ দখল করে নিয়েছে। যদিও মোদীর অসার মন্তব্য, কেউ আসেনি। চীনের জানা উচিত, আমরা নির্বাচন এলে তবেই সিদ্ধান্ত নিই।’