কয়েকদিন আগেই এসএসসি দুর্নীতি কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়৷ আর তার পর পরই তাঁকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়। দলনেত্রীর নির্দেশে সমস্ত দলীয় পদ থেকেও তাঁকে অব্যাহতি দিয়েছে তৃণমূল৷
এরই মাঝে মঙ্গলবার বিধানসভায় পার্থের ঘর সিল করে দেওয়া হল। জানা গিয়েছে, তদন্ত শেষ না হওয়া অবধি খোলা যাবে না এই ঘর। কারণ এই মুহূর্তে শিক্ষক নিয়োগে দুর্নীতি কাণ্ডে ইডির হেফাজতে রয়েছেন পার্থ।