এবার কাঁথি পুরসভায় সারদার একটি ফাইল নিখোঁজ নিয়ে কোমর বেঁধে তদন্তে নামল কাঁথি থানার পুলিশ। সারদা কর্ণধার সুদীপ্ত সেনকে এই নিয়ে জিজ্ঞাসাবাদ করতে কলকাতা আসছে তারা। প্রেসিডেন্সি সংশোধনাগারে এসে সুদীপ্তকে জিজ্ঞাসাবাদের জন্য পূর্ব মেদিনীপুরের জেলা দায়রা আদালত কাঁথি থানাকে অনুমতি দিয়েছে। আর অনুমতি পেয়ে রবিবার প্রেসিডেন্সি সংশোধনাগারে আসছেন কাঁথি থানার আধিকারিকরা। সারদা কর্তা পুলিশের কাছে তাঁর বিরুদ্ধে মুখ খুললে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর চাপ বাড়তে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
প্রসঙ্গত, কিছুদিন আগে সুদীপ্ত সেন দাবি করেছিলেন, তিনি কাঁথিতে প্রকল্পের জন্য শুভেন্দু অধিকারীকে টাকা দিয়েছিলেন। কাঁথি পুরসভা এলাকায় সারদা কনক্লেভ প্রকল্প করতে চেয়েছিলেন। এই আবাসন গড়ার জন্য অনুমোদন পেতে রসিদে ও বিনা রসিদে কাঁথি পুরসভাকে টাকা দিয়েছিলেন বলে দাবি করেন সুদীপ্ত সেন। সেই সময় কাঁথি পুরসভার চেয়ারম্যান ছিলেন শুভেন্দুর ছোট ভাই সৌমেন্দু অধিকারী। পুরসভার বর্তমান চেয়ারম্যান সুবল মান্নার অভিযোগ, সারদার ওই ফাইল পুরসভায় খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি এই নিয়ে কাঁথি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের তদন্তে নেমে পুরসভার ইঞ্জিনিয়ার দিলীপ চুয়ানকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।
ওই মামলাতেই সুদীপ্ত সেনকে জিজ্ঞাসাবাদ করতে চায় কাঁথি থানার পুলিশ। জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে তারা জেলা দায়রা আদালতে আবেদন করে। সেই আবেদন মঞ্জুর করেছেন বিচারক। রবিবার প্রেসিডেন্সি সংশোধনাগারে এসে কাঁথি থানার পুলিশ সুদীপ্ত সেনকে জিজ্ঞাসাবাদ করবে। কাঁথি থানার তরফে জানা গিয়েছে, রবিবার জিজ্ঞাসাবাদের পর প্রয়োজনে আগামী সপ্তাহে সুদীপ্ত সেনকে কাঁথিতে আনা হতে পারে। ধৃত দিলীপ চুয়ানের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে তাঁকে। এই বিষয়ে কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা বলেন, ‘এটা রুটিন বিষয়। আমরা আবেদন করেছি। আদালত তা মঞ্জুর করেছে। আগামী কয়েকদিনের মধ্যে হয়ত সারদা কর্তাকে কাঁথি এনে জিজ্ঞাসাবাদ করা হবে।’