সন্তুষ্ট এসএসসি আন্দোলনকারীরা। শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হয় তাঁদের। তারপর এসএসসি আন্দোলনকারীরা জানিয়েছেন, অত্যন্ত ইতিবাচক আলোচনা হয়েছে। খুশি তাঁরা। শুক্রবার রাজ্যের শাসক দল তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের দফতরে ডেকে পাঠানো হয়েছিল এসএসসি আন্দোলনকারীদের প্রতিনিধিদের। সেখানে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতিতে নিয়োগ সংক্রান্ত দাবি এবং সমস্যা নিয়ে আলোচনা হয় অভিষেক এবং এসএসসি নেতাদের।
এরপর আন্দোলনকারীদের প্রতিনিধি শহিদুল্লাহ বলেন, ‘‘স্যার (অভিষেক বন্দ্যোপাধ্যায় ) এবং শিক্ষামন্ত্রী (ব্রাত্য বসু) আমাদের সমস্যার প্রতি অত্যন্ত আন্তরিক। তাঁরা আমাদের সাহায্য করার ১০০ শতাংশ চেষ্টা করবেন বলে জানিয়েছেন। ইতিবাচক আলোচনা হয়েছে। আমরা খুশি।’’ অভিষেক তাঁদের কী কী আশ্বাস দিয়েছেন তাঁর বিশদও জানান শহীদুল্লাহ্। তিনি বলেন, অভিষেক জানিয়েছেন, ২০১৬ সালের এসএলএসটির প্রথম তালিকাভুক্ত সকলকে চাকরি দেওয়ার ১০০ শতাংশ চেষ্টা করবেন। আগামী ৮ই আগস্ট শিক্ষামন্ত্রীর সঙ্গে আন্দোলনকারীদের বৈঠকের ব্যবস্থাও করেছেন তিনি। আইনি জটিলতা কাটিয়ে যত দ্রুত সম্ভব নিয়োগের ব্যবস্থা করা হবে, এমনটাই জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।