মিলতে চলেছে সুরাহা। আজই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর ক্যামাক স্ট্রিটের অফিসে সাক্ষাৎ করেন এসএসসি আন্দোলনকারীদের আট প্রতিনিধি। বৃহস্পতিবারই অভিষেক কথা দিয়েছিলেন, এদিন আন্দোলনকারীদের সঙ্গে দেখা করে কথা বলবেন এবং সাহায্য করবেন। প্রায় ঘন্টাখানেক ধরে চলে এদিনের বৈঠক।
এসএসসি আন্দোলনের অন্যতম মুখ শাহিদুল্লা অভিষেকের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, অভিষেক তাঁদের বলেছেন, ২০১৬ সালের প্রথম মেধা তালিকাভুক্ত প্রত্যেকের চাকরি হবে। ‘‘স্যার (অভিষেক) অত্যন্ত মানবিক। বৈঠক ইতিবাচক। উনু ১০০ শতাংশ চেষ্টা করবেন, যাতে ২০১৬ সালে এসএসসি মেধাতালিকাভুক্তদের প্রত্যেকে চাকরি পান। কেউ যাতে বঞ্চিত না হন, উনি সে বিষয়ে সম্পূর্ণ চেষ্টা করবেন’’, জানান শহিদুল্লা। পাশাপাশি শহিদুল্লা জানিয়েছেন, আগামী ৮ই আগস্ট শিক্ষামন্ত্রী এবং শিক্ষা দফতরের প্রতিনিধিদের সঙ্গে তাঁরা বৈঠকে বসবেন বলে আজ ক্যামাক স্ট্রিটের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। ওই বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং এসএসসি’র চেয়ারম্যান উপস্থিত থাকবেন।