কয়েকদিন আগেই এসএসসি দুর্নীতি কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়৷ ইতিমধ্যেই তাঁকে মন্ত্রিত্ব এবং সমস্ত দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে তৃণমূল৷ কিন্তু তারপরেও এ নিয়ে সরব বিরোধীরা। তবে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি, শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্তের ইডি-র তৎপরতার মধ্যেই ফের একবার দিল্লীতে মুখোমুখি হতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷
অগস্টের প্রথম সপ্তাহেই দিল্লীতে মোদী-মমতার বৈঠক হতে পারে বলে খবর৷ সূত্রের খবর, অগস্টের শুরুতেই দিল্লী সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ আগামী ৩ অগস্ট রাজধানী পৌঁছনোর কথা তাঁর৷ ৭ অগস্ট নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী৷ সূত্রের খবর, এখনও দিনক্ষণ চূড়ান্ত না হলেও ৫ অথবা ৬ অগস্ট দিল্লূতে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর বৈঠক হতে পারে৷ এর পাশাপাশি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও দেখা করার কথা মমতার৷ ৮ অগাস্ট বিকেলে কলকাতায় ফিরবেন তিনি।
