কংগ্রেস নেত্রীকে বারবার কেন্দ্রীয় সংস্থার এই তলবকে ঘিরেই দিল্লির রাজপথে বিক্ষোভে নামে কংগ্রেস। এমনকি রক্তারক্তির ঘটনাও ঘটেছে। বিজেপি বিরোধী দলের নেতাদের বারবার কেন্দ্রীয় সংস্থার বিশেষ করে ইডির তলব করা নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছে কংগ্রেস। ‘ইডি দেশে সন্ত্রাস তৈরি করেছে’ বলেই দাবি করেছে শতাব্দীর প্রাচীন দল।
মঙ্গলবার প্রায় ৬ ঘণ্টার জেরার পর বুধ ফের ইডির মুখোমুখি হন সোনিয়া গান্ধী। আজ জিজ্ঞাসাবাদের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সামনে কংগ্রেস নেত্রীর ইডির অফিসে হাজির সেওয়ার সঙ্গে সঙ্গেই কংগ্রেস দিল্লিতে বিক্ষোভ দেখাতে শুরু করে। সেই বিক্ষোভ স্থল থেকে কংগ্রেস নেতারা , দেশে ‘ইডি সন্ত্রাস’ তৈরি করার এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনকে ‘অস্ত্র’ হিসাবে ব্যবহার করার অভিযোগ এনেছেন। এই অভিযোগের সব আঙুলই উঠেছে কেন্দ্রের বিজেপি সরকারের দিকে। রাজস্থানের মুখ্যমন্ত্রী এবং কংগ্রেস নেতা অশোক গেহলট বলেছেন, ‘ইডি দেশে নাটক তৈরি করছে। প্রথমে তারা রাহুল গান্ধীকে তলব করেছে। পাঁচ দিনের মধ্যে তাকে কয়েক ঘণ্টা জেরা করা হয়েছে। আজ তৃতীয়বার সোনিয়া গান্ধীকে তলব করা হয়েছে। কতদিন চলবে তা আমরা জানি না। ইডি সন্ত্রাস তৈরি করেছে। দেশে ইডি-র সন্ত্রাসের বিষয়ে একটি সময়োপযোগী এসসি সিদ্ধান্ত হওয়া উচিত’।
অন্যদিকে, কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ, জয়রাম রমেশ এবং আনন্দ শর্মার সঙ্গে একটি যৌথ সাংবাদিক সম্মেলনে গেহলট আরও বলেছেন, ৫ শতাংশের কম সাফল্যের হার থাকা সত্ত্বেও ইডি সিবিআইয়ের চেয়ে বেশি শক্তিশালী হয়ে উঠেছে। রাজস্থানের মুখ্যমন্ত্রীর অভিযোগ, ‘বিজেপি রাজ্যের সরকার নির্বাচিত সরকারগুলিকে অপসারণ করতে সংস্থাটির অপব্যবহার করছে, যেমনটি আমরা সম্প্রতি মহারাষ্ট্রে দেখেছি’।