মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগামী ২৯শে আগস্ট পালিত হতে চলেছে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। প্রসঙ্গত, ২৮শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। এ বছর তৃণমূল নেত্রীর নির্দেশে এই দিনটি পালন করা হবে ২৯ আগস্ট। প্রতিবছর এইদিনে লক্ষাধিক ছাত্র সমাবেশে মেতে ওঠে ধর্মতলার মেয়ো রোড। গত দুই বছর করোনা আবহের কারণে সমাবেশ করা যায়নি। কিন্তু এ বছর বাংলার করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। তাই এবারে রেকর্ড জনসমাবেশের লক্ষ্য নিয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য।
উল্লেখ্য, এবছর পাহাড় থেকে জঙ্গল মহল সর্বত্রই বৃহৎ কর্মসূচীর প্রস্তুতির আয়োজন করছে তৃণমূল ছাত্র পরিষদ। তৃণমূল ভবন থেকেই হতে চলেছে শুভ সূচনা। পরবর্তী কর্মসূচী ঠিক করা হয়েছে পশ্চিম বর্ধমান, কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতায়। ২৯শে আগস্টকে সামনে রেখে ছাত্ররাজনীতিতে নতুন জোয়ার আনতে চলেছে তৃণমূলের শাখা সংগঠন। ছাত্র দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে পথসভা, দেওয়াল লিখন চলছেই। প্রচারে পিছিয়ে নেই তৃণমূল সোশ্যাল মিডিয়ার কর্মীরাও। এর মাঝে আগামীর কর্মসূচী ও তার দিনক্ষণ ঘোষণা করে দিলেন তৃণাঙ্কুর ভট্টাচার্য। তারিখ অনুষ্ঠান শুরু হওয়ার কথা দুপুর দু’টোয়। এবারের তৃণমূল নেত্রী কী নির্দেশিকা দেবেন, সে বিষয়ে প্রবল আগ্রহ তৃণমূলের ছাত্র পরিষদের অন্দরে।