ক্ষমতার আসার পর থেকেই দেশের নানান রাজ্যে প্রচারে গিয়ে জনসাধারণকে ‘ডবল-ইঞ্জিন’-এর স্বপ্ন দেখিয়েছে বিজেপি। বিশেষত অ-বিজেপি রাজ্যগুলিতে ক্ষমতা দখলের লোভে এই মন্ত্রে প্রচার চালিয়েছে বিজেপি। কিন্তু মোদীর সেই সাধের ‘ডবল-ইঞ্জিন’ রাজ্যগুলিই বারবার লজ্জার মুখে ফেলছে দেশকে। এবার উত্তরপ্রদেশে যৌনব্যবসা চালানোর অভিযোগে গ্রেফতার হলেন মেঘালয়ের রাজ্য বিজেপি সহ-সভাপতি বার্নাড এন মারাক ওরফে রিম্পু। মঙ্গলবার রাতে তাঁকে উত্তরপ্রদেশের হাপুর জেলা থেকে পাকড়াও করে পুলিশ। পাশাপাশি, এই কাজে জড়িত থাকার সন্দেহে আরও ৭৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে সাত শিশু।
উল্লেখ্য, উক্ত বিজেপি নেতার বিরুদ্ধে শিশুদের যৌনব্যবসায় নামানোর অভিযোগ উঠেছিল। এ নিয়ে আগেই তাঁর বিরুদ্ধে মামলা হয়েছিল। গত ২৩শে জুলাই বিজেপি নেতার খামারবাড়িতে হানা দেয় পুলিশ। এর মধ্যে রিম্পুর বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করে মেঘালয় পুলিশ। তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে মেঘালয়ের তুরার এক আদালত। পুলিশ জানিয়েছে, তদন্তে সহযোগিতা করতে বলা হলেও তা করেননি অভিযুক্ত। বরং, প্রথম থেকে অভিযোগ অস্বীকার এসেছেন। পরে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াতেন সেই নেতা। অবশেষে ধরা পড়লেন হাতে-নাতে।