পার্থ চট্টোপাধ্যায়কে দেখে নেবেন প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকর। একটি বিশিষ্ট সংবাদ মাধ্যমের আলোচনা সভায় এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। বুধবার, তৃণমূল মুখপত্র জাগো বাংলায় প্রকাশিত হয়েছে সেই খবর। জাগো বাংলায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ঘটনাস্থল রাজভবন। সেখানে উপস্থিত রয়েছেন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকর। রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। দু’পক্ষের কথা চলেছে। চলেছে অভাব-অভিযোগ।ঠিক সেই সময় আচমকা মন্তব্য করেন জগদীপ ধনখড়। তৃণমূল মুখপত্রে তেমনটাই উল্লেখ রয়েছে।
জানা গিয়েছে, রাজভবনে সেদিন ধনকর বলেন, ‘পার্থ চট্টোপাধ্যায়কে আমি দেখে নেব।’ তৃণমূল নেতারা কিছুটা চমকে গিয়ে হঠাৎ তাঁর দিকে তাকিয়ে প্রশ্ন তোলেন কেন? রাজ্যপাল বললেন, ‘রাজনীতিবিদরা আমাকে আক্রমণ করতেই পারেন। তবে পার্থ চট্টোপাধ্যায় আমার স্ত্রী-কে আক্রমণ করেছেন। আমার স্ত্রী কোনও দিন কোনও রকম রাজনীতি নিয়ে মুখ খোলেননি। তা সত্ত্বেও কেন আক্রমণ? আমি ওঁকে ছাড়ব না।’ সংবাদ মাধ্যমের আলোচনা সভায় ঠিক এমনই বিস্ফোরক খবর প্রকাশ্যে এনে কুণাল ঘোষ বলেন যে, সেদিন তাঁরা প্রত্যেকে রাজ্যপালকে বোঝানোর চেষ্টা করেছিলেন।