পুলিশের কাছ থেকে ন্যায়বিচার মেলেনি। আর সেই কারণেই এবার থানা বিক্রির দাবি তুলে প্ল্যাকার্ড হাতে নিয়ে ধর্নায় বসে পড়লেন বিজেপি শাসিত হরিয়ানার এক পরিবার।
জানা গিয়েছে এই নজিরবিহীন ঘটনাটি ঘটেছে পানিপথের ইসরানা থানায়। সেখানে কারাদ গ্রামের এক মহিলা তাঁর পরিবারের উপর হামলার ঘটনায় পুলিশের সঠিক ব্যবস্থা না নেওয়ায় অভিযোগ তুলেছেন। তাঁর অভিযোগ, গ্রামেরই এক পরিবার তাঁর পরিবারের সদস্যদের মারধর ও মেরে ফেলার হুমকি দিয়েছে। এমতাবস্থায় পুলিশ এই ঘটনায় কোনোরকম পদক্ষেপ গ্রহণ করছে না বলে দাবি করেন তিনি।
গত শুক্রবার তিনি পুলিশের কাছে অভিযোগ জানাতে আসেন। কিন্তু, তারপরেও কোনোরকম ব্যবস্থা না নেওয়ায় গত শনিবার ওই মহিলা পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে থানার সামনে ধর্নায় বসে যান। যেখানে তাঁর পরিবারের সদস্যদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল ‘থানা ইসরানা বিকাউ হ্যায়’। ঘটনার কথা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
শুধু তাই নয়, ওই পরিবার তাঁদের কাছে একটি কেরোসিন তেলের বোতল এবং টাকাও সাজিয়ে রেখেছিলেন। এমতাবস্থায়, তাঁদের কথা শোনা না হলে আত্মহত্যার হুমকিও দেন তাঁরা। শেষ পর্যন্ত, ইসরানা থানার ইনচার্জ দীপক কুমার ধর্নায় বসে থাকা পরিবারের সাথে কথা বলেন এবং বিষয়টির সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন।