ফের সুপ্রিম কোর্টের মুখ পুড়ল যোগী সরকারের। বিচারাধীনদের ১০ বছর কেন আটকে রাখা হয়েছে, সে ব্যাপারে অবিলম্বে উত্তর প্রদেশ সরকারের কাছে জবাব তলব করল সর্বোচ্চ আদালত। সেই সঙ্গে নির্দেশ দিল অবিলম্বে মুক্তির। পাশাপাশি এটাও জানিয়ে দিল, উত্তরপ্রদেশ সরকার এই নির্দেশের পর বিচারাধীনদের মুক্তি না দিলে সুপ্রিম কোর্টে প্রয়োজনে হস্তক্ষেপ করবে। যোগী সরকারের পাশাপাশি সুপ্রিম কোর্টে এলাহাবাদ হাইকোর্টেরও সমালোচনা করেছে। সুপ্রিম কোর্ট বলেছে, অত্যন্ত দ্রুততার সঙ্গে এই বিচারাধীনের মুক্তির বিষয় কার্যকর করা উচিত ছিল। সুপ্রিম কোর্টের বিচারপতি এসকে কাঔল এবং বিচারপতি এমএম সুন্দরেশের এজলাস এই রায় দিয়েছে।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সুলেমান নামে এক ব্যক্তি গত ১২ বছর ধরে জেলে বন্দি রয়েছে। জামিনের জন্য এলাহাবাদ হাইকোর্টে গিয়েছিল। কিন্তু হাইকোর্ট মামলা গ্রহণ না করায় বিচারাধীনের তরফ থেকে সুপ্রিম কোর্টে মামলা রুজু করা হয়। বিচারপতি কাঔল এবং বিচারপতি সুন্দরেশের এজলাস জামিন মামলার শুনানিতে কড়া কড়া কথা শুনিয়েছে। ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ‘ওই বিচারাধীন-সহ সব বিচারাধীনদের অবিলম্বে মুক্তি দিতে হবে। নচেৎ আমরাই মুক্তির ব্যবস্থা করব। রাজ্য সরকার যদি ঠিকঠাক সামলাতে না পারলে আমরা সামাল দিতে বাধ্য হব। এভাবে বছরের পর বছর বিচারাধীনদের গরাদের ওপারে রেখে দেওয়া যায় না। কোন আক্কেলে উত্তরপ্রদেশ সরকার ওই বিচারাধীনকে ১২ বছর ধরে জেলে আটকে রেখেছে? ’