সোমবার লোকসভার চার কংগ্রেস সাংসদকে সাসপেন্ড করেছিলেন স্পিকার ওম বিড়লা। চব্বিশ ঘণ্টার মধ্যে এবার সংসদের উচ্চককক্ষে আরও বড় সংখ্যায় বিরোধী সাংসদদের সাসপেন্ড করা হল।
এদিন রাজ্যসভার মোট ১০ জনকে সাসপেন্ড করা হয়েছে কক্ষে হট্টগোল করার জন্য। তাঁদের মধ্যে চার জন তৃণমূল সাংসদ। তাঁরা হলেন, সুস্মিতা দেব, মৌসম বেনজির নুর, দোলা সেন এবং শান্তনু সেন।
ওয়েলে নেমে স্লোগানিং এবং বিক্ষোভ দেখানোর অভিযোগে তাঁদের সাসপেন্ড করা হয়েছে বলে সংসদ সূত্রে খবর। বিশৃঙ্খলার অভিযোগে সোমবারই কংগ্রেসের চার সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল।
গতকাল লোকসভায় কংগ্রেসের যে চার সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল তাঁদের শাস্তি আরও বেশি। গোটা বাদল অধিবেশ্নেই তাঁরা কক্ষে ঢুকতে পারবেন না। তবে রাজ্যসভার এই ১০ সাংসদের ক্ষেত্রে এক সপ্তাহ সাসপেন্ড করা হয়েছে।