মঙ্গলবারের কর্মব্যস্ততায় আচমকাই দমদম-দক্ষিণেশ্বর রুটে ব্যহত মেট্রো পরিষেবা। দুপুর ১২টা ৪০ মিনিট থেকে বন্ধ মেট্রো। দমদম থেকে দক্ষিণেশ্বর রুটে প্রায় আধ ঘণ্টা বন্ধ থাকল মেট্রো পরিষেবা। ১২টা ৪০ মিনিটে জানা যায় দমদমে পয়েন্ট খারাপ। ১টা ০৭ মিনিট থেকে ওই রুটে মেট্রো চলাচল ফের শুরু হয়। তবে কবি সুভাষ থেকে দমদমের মধ্যে আপ এবং ডাউন দুই রুটেই মেট্রো চলাচল স্বাভাবিক ছিল।
দক্ষিণেশ্বরের দিকে গাড়ি এগোতে পারছিল না। এর ফলে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। ভিড় বাড়ে মেট্রো স্টেশনে। প্রায় ২৭ মিনিট পর স্বাভাবিক হয় পরিস্থিতি। প্রসঙ্গত, এ বছরই শহরে মেট্রো পরিষেবার আরও সম্প্রসারণ হতে চলেছে। আগামী অক্টোবরের মধ্যে খুলে দেওয়া হবে জোকা-তারাতলা মেট্রো। চলতি বছর নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রোও খুলে দেওয়ার চেষ্টা চলছে।