২৫শে জুলাই, সোমবার নজরুল মঞ্চে বাংলার কৃতী ব্যক্তিত্বদের সম্মান প্রদান করে রাজ্য সরকার। ‘বঙ্গবিভূষণ’ সম্মানে ভূষিত হন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। কর্মসূত্রে আমেরিকায় রয়েছেন বলে এদিন তাঁর মা অনুষ্ঠান মঞ্চে উপস্থিত থাকতে পারেননি। সম্মান গ্রহণ করতে নজরুল মঞ্চে উপস্থিত হয়েছিলেন অভিজিৎবাবুর মা নির্মলা বন্দ্যোপাধ্যায়। তাঁর হাতেই বঙ্গবিভূষণ সম্মান তুলে দেন মুখ্যমন্ত্রী। বঙ্গবিভূষণের সম্মানদক্ষিণা অভিজিতের ইচ্ছাতেই ‘লিভার ফাউন্ডেশন’কে দান করা হবে, মঞ্চেই একথা জানান নির্মলাদেবী।
উল্লেখ্য, এদিন রাজ্য সরকারের কাছ থেকে বঙ্গ বিভূষণ পেয়েছে কলকাতার তিন বড় ক্লাব, ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহামেডান স্পোর্টিং। ইস্টবেঙ্গলের তরফ থেকে জানানো হয়েছে, এই সম্মান থেকে প্রাপ্ত অর্থ সাধারণ মানুষের সাহায্যার্থে লিভার ফাউন্ডেশনকে দিয়ে দিচ্ছে তারাও।