কয়েকদিন আগেই মহারাষ্ট্র সরকারে মসনদ উদ্ধব ঠাকরের হাত থেকে বিদ্রোহী শিবসেনা নেতা একনাথ শিন্ডের হাতে চলে গিয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ক্ষমতা বদলের নেপথ্যে ছিল বিজেপি। কিন্তু এবার বিজেপি শিবিরে বড়সড় ভাঙনের ইঙ্গিত দিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনর দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। জেএমএম নেতা সুপ্রিয় ভট্টাচার্য জানিয়েছেন, ১৬ জন বিজেপি বিধায়ক তাদের সঙ্গে যোগাযোগে রয়েছেন। অবৈধ খনন নিয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন যখন তদন্তকারী সংস্থার নজরে রয়েছেন, তখন শাসক দলের তরফে এই দাবি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।
সুপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘বিজেপিতে তাদের দম বন্ধ হয়ে যাচ্ছে, সেই কারণে তাঁরা হেমন্ত সোরেনকে সমর্থন করতে রাজি। তাঁরা জেএমএম নেতৃত্বাধীন সরকারকে সমর্থন করতে রাজি’। বিজেপির বিরুদ্ধে যখন জোট সরকারে অন্যতম শরিক কংগ্রেস বিধায়কদের বিভিন্নভাবে প্রলোভন দেওয়ার জল্পনা হচ্ছে, তখন এই প্রসঙ্গে বিজেপি বিধায়কদের দলত্যাগের তত্ত্ব সামনে এসেছে। জেএমএম নেতা জানিয়েছেন, বিজেপি বিধায়কদের থেকে সরকারিভাবে যোগদানের প্রস্তাব এলে দল সিদ্ধান্ত নেবে। যদিও জেএমএমের যাবতীয় দাবি খারিজ করে দিয়েছেন বিজেপি মুখপাত্র প্রতুল শাহদেও।
প্রসঙ্গত, বেশ কয়েকদিন আগেই মহারাষ্ট্রের গদি নিয়ে টানাপোড়েনের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছিলেন শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে। বিজেপির সমর্থন নিয়ে মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন একনাথ শিন্ডে। ঝাড়খণ্ডেও জেএমএমের দাবি ঘিরে এই দলবদলের সম্ভাবনা আরও জোরাল হয়েছে। উল্লেখ্য, কংগ্রেসের সঙ্গে জোটে থেকেও আদিবাসী ভোটব্যাঙ্ক অটুট রাখতে এনডিএ রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে সমর্থন করেছিল জেএমএম। আগামী দিনে বিজেপি বিধায়করা জেএমএমে যোগ দেন কি না, সেটাই এখন দেখার।
Read: মোদী-শাহদের কখনও এজেন্সি দিয়ে হেনস্থা করেনি ইউপিএ সরকার – বিজেপিকে স্মরণ করিয়ে দিল কংগ্রেস
Tweet: মোদী-শাহদের কখনও এজেন্সি দিয়ে হেনস্থা করেনি ইউপিএ সরকার – বিজেপিকে স্মরণ করিয়ে দিল কংগ্রেস
Jharkhand Bjp