এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের সামনে এদিন হাজিরা দিয়েছেন কংগ্রেসের সভানেত্রী সনিয়া গান্ধী। চলছে ন্যাশনাল হেরাল্ড মামলায় তাঁর জেরা। তারই প্রতিবাসে রাজধানীর পারদ চড়িয়ে রাস্তায় বসে ধরনায় যোগ দিয়েছিলেন কংগ্রেস নেতা তথা সনিয়া পুত্র রাহুল গান্ধী। তাঁকে সেখান থেকে আটক করে দিল্লি পুলিশ।
রাহুল গান্ধী সহ ৭৫ জন কংগ্রেস সাংসদ এদিন আটক হয়েছেন। রাহুল সেখানে উপস্থিত সংবাদিকদেক উদ্দেশ্যে বলেন, ‘দেশ পুলিশ স্টেট, আর মোদী হচ্ছেন রাজা। ’
এদিকে দলনেত্রীকে ইডির তলবের প্রতিবাদে আজ ফের দিল্লি সহ সারা দেশে কংগ্রেস সত্যাগ্রহ আন্দোলনের ডাক দিয়েছে। তারা বিভিন্ন শহরে ইডি অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ করবে।
দিল্লিতে কংগ্রেস রাজঘাটে গান্ধীর সমাধিস্থলে অবস্থান কর্মসূচি নিয়েছিল। কিন্তু পুলিশ তাদের আটকে দিয়েছে। কংগ্রেসের শীর্ষ নেতারা সকলেই প্রায় দিল্লিতে।
Read: বাংলা ক্রিকেট দলের কোচ হতে চলেছেন লক্ষ্মীরতন শুক্ল – আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল সিএবি
Tweet: বাংলা ক্রিকেট দলের কোচ হতে চলেছেন লক্ষ্মীরতন শুক্ল – আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল সিএবি
Rahul Gandhi