গত বৃহস্পতিবার তিন ঘণ্টার জন্য জিজ্ঞাসাবাদের পরও মেলেনি রেহাই। আজ আবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)-এর দফতরে হাজিরা দিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। গতকাল নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান থাকায় ইডির কাছে হাজিরা স্থগিত রাখা হয়েছিল।
দলনেত্রীকে ইডির তলবের প্রতিবাদে আজ ফের দিল্লী সহ সারা দেশে কংগ্রেস সত্যাগ্রহ আন্দোলনের ডাক দিয়েছে। তারা বিভিন্ন শহরে ইডি অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ করবে। দিল্লীতে কংগ্রেস রাজঘাটে গান্ধীর সমাধিস্থলে অবস্থান কর্মসূচি নিয়েছিল। কিন্তু পুলিশ তাদের আটকে দিয়েছে। কংগ্রেসের শীর্ষ নেতারা সকলেই প্রায় দিল্লীতে। রাজঘাটে ঢুকতে না দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে কংগ্রেস নেতা অজয় মাকেন বলেন, আমরা দেশের প্রধান বিরোধী দল। আমাদের নেত্রীকে অন্যায়ভাবে ইডি ডেকে পাঠাচ্ছে। অথচ প্রতিবাদও করতে দেবে না সরকার।
Read: ‘ড্রাই স্টেট’ নাকি! বিষ মদ খেয়ে মোদী রাজ্যের একাধিক জায়গায় মৃত ১০, চিকিৎসাধীন আরও ২০
Tweet: ‘ড্রাই স্টেট’ নাকি! বিষ মদ খেয়ে মোদী রাজ্যের একাধিক জায়গায় মৃত ১০, চিকিৎসাধীন আরও ২০
Soniya Gandhi