শনিবার সাতসকালেই রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)। তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হয়নি এখনও। তাই অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে যে ২১ কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে, তার সঙ্গে পার্থর যোগাযোগ প্রমাণ সাপেক্ষ। এই পরিস্থিতিতে তাঁর পাশে দাঁড়ালেন তৃণমূল বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী৷ গোটা ঘটনাটিকেই বিজেপির কারসাজি বলে অভিযোগ করেছেন বারাসতের বিধায়ক৷
এদিন পূর্ব মেদিনীপুরের মেচেদার একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন চিরঞ্জিৎ৷ সেখানেই তাঁকে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি নিয়ে প্রশ্ন করা হয়৷ জবাবে চিরঞ্জিৎ মজার ছলে বলেন, ‘আমারও অনেক বান্ধবী আছে৷ এখানেও কয়েকজন আছেন৷ যদি তাঁদের বাড়িতেও তল্লাশি করে টাকা উদ্ধার হয়, তাই নিয়ে খুব চিন্তায় আছি৷’ এর পরেই পার্থর পাশে দাঁড়িয়ে তিনি বলেন, ‘কোথাও কিছু গলদ তো নিশ্চয়ই আছে৷ কিন্তু একটা ছোট বিষয়কেই ফুলিয়ে, ফাঁপিয়ে দেখানো হচ্ছে৷ যতক্ষণ না কিছু প্রমাণিত হচ্ছে, এ বিষয়ে কিচ্ছু বলা সম্ভব নয়৷ পার্থ চট্টোপাধ্যায় এখনও মন্ত্রী রয়েছেন, তাঁকে দলীয় পদ থেকেও সরানো হয়নি৷’ এই ঘটনার পিছনে বিজেপিকে দায়ী করে চিরঞ্জিৎ আরও বলেন, ‘পিছন থেকে এসবই বিজেপির চেষ্টা৷ কারণ এর পরে ২০২৪, ২০২৬-এর ভোট আছে৷ তার আগে যদি মমতাদিকে কোনও শর্তে রাজি করানো যায়৷’
