হেরে ভূত হয়েও এবার হাস্যকর কাণ্ড করলেন মধ্যপ্রদেশের পুরভোটে প্রতিদ্বন্দ্বিতা করা এক বিজেপি প্রার্থী। পুরসভার ভোটে এক দিকে যখন জয়ী প্রার্থীরা রাস্তায় বিজয় মিছিল নিয়ে বেরিয়েছেন, সেই সময় তাঁকেও কর্মী-সমর্থকদের নিয়ে ডিজে বাজিয়ে রাস্তায় উল্লাস করতে দেখে গেল। ওই পরাজিত বিজেপি প্রার্থীর দাবি, হেরেও যে আনন্দ আছে, হারকেও যে মেনে নিতে হয় সেটাই বোঝাতে চেয়েছেন তিনি।
মধ্যপ্রদেশের রতলমে গত ২০ জুলাই সেখানে পুরসভা ভোটের ফল বেরিয়েছে। রতলমে ৪৭ নম্বর ওয়ার্ডে বিজেপির প্রার্থী হয়েছিলেন শাহিদ হুসেন। ফল বেরোনের পর দেখা যায় কংগ্রেস প্রার্থী নাসির কুরেশির কাছে তিনি মাত্র ২৭৮ ভোটে হেরেছেন। হুসেন পেয়েছেন মোট ১,৬৩৮ ভোট আর কুরেশি পেয়েছেন ১,৯১৬টি। জয়ী প্রার্থীরা যখন তাঁদের জয় নিয়ে আনন্দে মাতোয়ারা, তখন নিজের হারকে অভিনব কায়দায় উপভোগ করলেন হুসেন। সাধারণত ভোটে হেরে গেলে কর্মী-সমর্থক, প্রার্থীদের মধ্যে নৈঃশব্দ্যের একটা আবহ তৈরি হয়। কিন্তু হেরেও আনন্দ করে শোরগোল ফেলে দিয়েছেন হুসেন।