এবার বাংলার শিল্পাঞ্চলগুলিতে কয়লা চুরি ঠেকাতে অভিনব পন্থা নিল সিআইডি। প্রযুক্তির সাহায্য নিয়েই কয়লা চুরি রুখবে সিআইডি। বৃহস্পতিবার একুশে জুলাই অণ্ডাল থানার এলাকার সাতটি অবৈধ কয়লা খাদান এলাকায় পৌঁছে গিয়েছিল সিআইডির একটি বিশেষ দল। হাইডেফিনেশন ক্যামেরা যুক্ত ড্রোনের সাহায্যে অবৈধ খাদানগুলির ছবি ও ভিডিওগ্রাফি সংগ্রহ করে তারা। প্রযুক্তির সাহায্য নিয়ে খাদানগুলির আয়তন পরিমাপ করে ওই দল। একাধিক অবৈধ খাদানে বিশেষ অনুসন্ধানও চালানো হয়েছে।
উল্লেখ্য, কোন এলাকায় কত চুরি চুরি হয়েছে, ইসিএলের পক্ষ থেকে সেই সংক্রান্ত তথ্য পেয়েছে সিআইডি। সেইসব তথ্যের ভিত্তিতে অনুসন্ধান শুরু করা হয়েছে। কার্যত ঘুম উড়েছে চোরাকারবারীদের। কয়লা চোরাচালান নিয়ে অণ্ডাল থানায় একাধিক অভিযোগ রয়েছে। সেই অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতেই তদন্তে নামে সিআইডি। পাঁচজনকে গ্রেপ্তার করে হেফাজতে নিয়েছেন সিআইডি আধিকারিকেরা। একুশে জুলাই অনুসন্ধান চালিয়ে বিপুল পরিমাণ কয়লা লুটের হদিশ পেয়েছে সিবিআই। ইতিমধ্যেই একাধিক প্রভাবশালীকে জেরা করার প্রস্তুতি শুরু করে দিয়েছেন রাজ্যের গোয়েন্দারা। সূত্র অনুযায়ী জানা গিয়েছে তেমনটাই।