একনাথ শিন্ডের নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করেছিলেন সিংহভাগ শিবসেনা বিধায়ক। আর তার জেরেই হাতছাড়া হয়েছে মহারাষ্ট্রের গদি। মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে হয়েছে উদ্ধব ঠাকরেকে। দলীয় সাংসদের চাপে রাষ্ট্রপতি নির্বাচনেও এনডিএ জোটের প্রার্থী দ্রৌপদী মুর্মুকে সমর্থন করতে বাধ্য হয়েছেন শিবসেনা প্রধান। তবে এখনও পুরনো শিবসৈনিকদের ফিরে আসা নিয়ে আশাবাদী তাঁর পুত্র তথা শিবসেনা নেতা আদিত্য ঠাকরে। একনাথ শিন্ডের কথায় যে সমস্ত বিধায়করা বিজেপির সঙ্গে হাত মিলিয়ে নতুন সরকারে যোগ দিয়েছেন, তাঁদের হুঁশ ফিরলেই তাঁরা ফের শিবসেনায় ফিরে আসবেন বলেই দাবি তাঁর।
বৃহস্পতিবার থানের ভিওয়ান্ডি শহর, যা মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের ‘গড়’ হিসাবে পরিচিত, সেখানে দাঁড়িয়ে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে উদ্ধব পুত্র বলেন, ‘যে সমস্ত বিশ্বাসঘাতকরা দল ছেড়ে চলে গিয়েছেন, তাঁরা যদি ফিরতে চান, তবে তাদের স্বাগত জানানো হবে।’ তবে দলত্যাগীদের উদ্দেশে তিনি এ-ও বলেছেন যে, ওঁদের এই কাজে আমরা গভীরভাবে আহত হয়েছি। আমরা তাদের বিশ্বাস করেছিলাম, দলে ও নিজেদের মনে জায়গা দিয়েছিলাম, কিন্তু তাঁরাই আমাদের পিঠে ছুরি মারলেন।
উদ্ধব শিবিরকে মজবুত করতেই শিবসেনার তরফে শুরু করা হয়েছে নিষ্ঠা যাত্রা। দলীয় কর্মীরা দলের নেতা উদ্ধব ঠাকরে ও শিবসেনার প্রতি কতটা নিষ্ঠাবান ও বিশ্বাসযোগ্য, তা প্রমাণেই এই বিশেষ যাত্রার আয়োজন। এর নেতৃত্বে রয়েছেন উদ্ধব পুত্র আদিত্য ঠাকরে। বৃহস্পতিবার থানেয় দাঁড়িয়ে বিজেপিকেও কটাক্ষ করেন আদিত্য। তিনি বলেন, ‘শিবসেনা বা মহা বিকাশ আগাড়ি সরকার কখনও সাংসদ-বিধায়ক বা অন্যান্য নেতাদের দল ভাঙিয়ে নিয়ে আসার চেষ্টা করেনি। আমার বাবা (উদ্ধব ঠাকরে) অসুস্থ ছিলেন, আর ওনার অসুস্থতার সুযোগ নিয়েই বিশ্বাসঘাতকতার ছক কষা হয়।’