প্রকাশ্য দিবালোকে ভয়ঙ্কর ঘটনা। অবৈধ কয়লাখনির অভিযানে গিয়ে কয়লা মাফিয়াদের হাতে নৃশংসভাবে খুন হরিয়ানার তাউরু ডিএসপি সুরেন্দ্র সিং বিষ্ণোই। কয়লা ভর্তি ডাম্পারের চাকায় পিষে নৃশংসভাবে হত্যার অভিযোগ। পঞ্চগাঁওয়ের নু-এর কাছে সোমবার ঘটেছে এই নৃশংস ঘটনা। অবৈধ কয়লা উত্তোলন রোধে কাজ করছিলেন এই পুলিশ আধিকারিক। নিজের কর্মজীবনের শেষে এসেও ত্রাস ছিলেন অবৈধ কয়লাখনি মালিকদের জন্য। আইনরক্ষকের এমন পরিণতিতে চাঞ্চল্য।
জানা গিয়েছে, হরিয়ানার ডিএসপি পদস্থানীয় অফিসার সুরেন্দ্র সিং বিষ্ণোই। বহুদিন ধরেই অবৈধ কয়লা উত্তোলন রোধে কাজ করছিলেন। সোমবার গোপন সূত্রে পঞ্চগাঁওয়ের কাছে আরাবল্লি পর্বতের কাছে অবৈধভাবে কয়লা উত্তোলনের খবর পেয়ে অভিযান চালান সুরেন্দ্র সিং। খবর পেয়ে সকাল ১১ নাগাদ সেখানে পুলিশ টিম নিয়ে পৌঁছে যান তিনি।
পুলিশকে আসতে দেখেই যারা কয়লা তুলছিলেন সেখান থেকে পালাতে শুরু করেন। কয়েকজন ততক্ষণে তোলা কয়লার ডাম্পার ট্রাক নিয়ে পালানোর চেষ্টা করতেই রুখে দাঁড়ান ওই আধিকারিক। তাতেও না থামায় ট্রাকের পথ আটকাতে যান ওই ডিএসপি। কিন্তু, তাঁকে পাত্তা না দিয়ে কোনওভাবেই গতিবেগ কমাননি অবৈধ কয়লা কারবারিরা। সোজা তাঁর উপর দিয়ে ডাম্পার চালিয়ে দেয় মাফিয়ারা। ঘটনাস্থলেই ডাম্পারের চাকায় পিষে মৃত্যু হয় ডিএসপির।