পুজোর ঢাকে কাঠি পড়ার আগেই রাজ্যে ফের একবার বেজে উঠতে পারে ভোটের বাদ্যি। হ্যাঁ, সব ঠিক থাকলে সেপ্টেম্বর মাসেই নির্বাচন হতে পারে রাজ্যের বাকি ৮ পুরসভায়। এই ৮টি পুরসভা হল দার্জিলিং জেলার কালিম্পং, কাশিয়াং, মিরিক, উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ, মুর্শিদাবাদ জেলার ডোমকল, দক্ষিণ ২৪ পরগনা জেলার পুজালি, পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর পুরনিগম এবং হাওড়া জেলার হাওড়া পুরনিগম।
প্রসঙ্গত, আগেই রাজ্য সরকার হাওড়া পুরনিগম থেকে বালিকে আলাদা করে ভোট করানোর চেষ্টা করেছিল। কিন্তু সেই বিলে সই করেননি রাজ্যপাল জগদীপ ধনকর। এবার তিনি বিদায় নিতেই পুনরায় হাওড়া পুরনিগমে ভোট করাতে উদ্যোগী রাজ্য সরকার। তবে সূত্র মারফত জানা গিয়েছে হাওড়া-বালি মিলিয়ে যে ৬৬টি ওয়ার্ড সেখানে ছিল সেই ৬৬টি ওয়ার্ড ধরেই ভোট করাবে রাজ্য সরকার। অর্থাৎ বালি পৃথক পুরসভা হচ্ছে না। হাওড়া পুরনিগমের মধ্যেই থাকছে ওই এলাকা।
অন্যদিকে, হাওড়ার সঙ্গেই দুর্গাপুর পুরনিগম এবং আরও ৬টি পুরসভায় ভোট করিয়ে নিতে চায় রাজ্য। এই ৬টি পুরসভার মধ্যে থাকছে দার্জিলিংয়ের ৩টি পুরসভা। কারণ পাহাড়ে ফের শান্তি ফিরে এসেছে। শান্তিপূর্ণ ভাবেই মিটেছে দার্জিলিং পুরসভার নির্বাচন ও জিটিএ নির্বাচন। তাই পুজোর আগেই রাজ্য সরকার চায় মিরিক, কার্শিয়াং ও কালিম্পংয়ের পুরনির্বাচন করিয়ে নিতে। পাশাপাশি দুর্গাপুর পুরনিগমের ভোটও করিয়ে নিতে চাইছে তারা। চলতি বছরের নভেম্বর মাসেই পঞ্চায়েত নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে দিতে পারে রাজ্য নির্বাচন কমিশন।