মাঝে মাত্র একদিন। জোরকদমে চলছে প্রস্তুতি। একুশের জুলাইয়ের দু’দিন আগেই গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের শহীদ স্মরণের মঞ্চে অপেক্ষা করছে বিশেষ চমক, সোমবার এমনই আভাস দিলেন তিনি। ১৮ই জুলাই ছিল রাষ্ট্রপতি নির্বাচন। বিধানসভা ভবনে ভোট দিয়েই একুশে জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখতে গীতাঞ্জলি স্টেডিয়ামে গিয়েছিলেন অভিষেক। সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে সেখানেই অভিষেক জানান, একুশে জুলাইয়ের মঞ্চে থাকছে বিশেষ চমক। স্বভাবতই চমক নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতিতে চড়তে শুরু করেছে জল্পনার পারদ।
উল্লেখ্য, এপ্রসঙ্গে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের ধারণা, একুশে জুলাইয়ের মঞ্চে হতে চলছে যোগদান। প্রসঙ্গত, করোনা পূর্ববর্তী বছরগুলির মতো এবারেও গীতাঞ্জলি স্টেডিয়ামে একুশে জুলাই শহীদ স্মরণের অনুষ্ঠানে যোগ দিতে আসা তৃণমূল কর্মী-সমর্থকদের থাকা-খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে। এ বছর সেখানে মালদহ ও মুর্শিদাবাদ জেলা থেকে আসা তৃণমূল কর্মী-সমর্থকদের জন্য থাকার বন্দোবস্ত করা হয়েছে। অভিষেকের সঙ্গেই এদিন গীতাঞ্জলি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন, স্থানীয় কাউন্সিলার সুশান্ত ঘোষ প্রমুখ।