চলতি বছরের ৩০ এপ্রিল আলিরাজপুর শহর থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে নানপুরে তিন স্ত্রী সাকরি, মেলা এবং ননী বাইকে আনুষ্ঠানিক ভাবে বিয়ে করেন তিনি। হ্যাঁ, বহুবিবাহই। আর তার মধ্যে দুই স্ত্রীকে পঞ্চায়েত নির্বাচনে দাঁড় করিয়ে খবরের শিরোনামে উঠে আসেন বিজেপি নেতা তথা মধ্যপ্রদেশের আলিরাজপুরের নানপুর গ্রামের প্রাক্তন পঞ্চায়েত প্রধান সমরথ মোরিয়া। এবার ফের চর্চার কেন্দ্রে তিনি। পঞ্চায়েত নির্বাচনে জিতেছেন তাঁর দুই স্ত্রী। ইচ্ছে ছিল তৃতীয় স্ত্রীকেও পঞ্চায়েত নির্বাচনে দাঁড় করানোর।
তবে দুই স্ত্রী পঞ্চায়েত নির্বাচনে জেতার পর তৃতীয় স্ত্রীকে নির্বাচনে দাঁড় করাতে না পারার দুঃখ ভুলেছেন সমরথ। কারণ তৃতীয় স্ত্রীকে নির্বাচনে দাঁড় করালে তাঁকে শিক্ষা বিভাগে পিয়নের চাকরি ছাড়তে হত। কিন্তু সরকারি চাকরি ছাড়ানোর ঝুঁকি নিতে রাজি হননি সমরথ। দুই স্ত্রী নির্বাচনে জেতার পর বিজেপি নেতা সমরথ জানিয়েছেন, তিনি প্রচণ্ড আনন্দে আছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, দুই স্ত্রীর জয়ে সমরথ এতটাই খুশি যে তিনি গ্রামে মানুষদের ভোজের জন্যও আমন্ত্রণ জানাচ্ছেন।