আর বেশি দেরি নেই। সামনেই রাষ্ট্রপতি নির্বাচন। এবং তার পরেই হবে উপরাষ্ট্রপতি নির্বাচন। তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শাসক-বিরোধীদের প্রস্তুতি। কংগ্রেস নেতা এবং রাজ্যসভার বিরোধী দলের নেতা মল্লিকার্জুন খাড়গে বুধবার বলেছেন যে আসন্ন উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী নিয়ে আলোচনা করতে বিরোধী দলগুলির নেতারা ১৭ই জুলাই বৈঠক করবেন। আগামী ১৯ই জুলাই অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচনের পরের দিনেই উপরাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়নের শেষ দিন।
এবার মেপে পা ফেলতে চাইছে বিজেপির বিরোধী শিবির। এনডিএ উপরাষ্ট্রপতি পদে প্রার্থী ঘোষণা করার পরেই বিরোধী তাঁদের পক্ষ থেকে কে লড়বেন সেটা ঠিক করবে বলেই খবর পাওয়া গেছে। মল্লিকার্জুন খাড়গের মতে, কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সনিয়া গান্ধী যৌথ বিরোধী প্রার্থীর জন্য ছাড়পত্র দিয়েছেন। তিনি বলেছেন, “কংগ্রেস থেকে কোনও প্রার্থী নেই। আমাদের দলের সভাপতি স্পষ্ট বলেছেন, সব দল (বিরোধী দল) যাকেই প্রার্থী হিসেবে বেছে নেবে, আমরা তার সঙ্গে থাকব।”