সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে তুমুল বিক্ষোভ দেখিয়েছিল সমাজের একাংশ। ধর্ণা, বিক্ষোভের সঙ্গে বাসে, ট্রেনে আগুন লাগানোর মতো ঘটনাও ঘটে। এবার বিরোধীদের প্রার্থী যশবন্ত সিনহা জানালেন, রাষ্ট্রপতি হলে সিএএ আইন যাতে লাগু না হয় তা তিনি নিশ্চিত করবেন। পাশাপাশি এই আইন আনা বোকামি ছিল বলেও মত তাঁর।
যশবন্ত সিনহা বলেন, ‘নাগরিকত্ব সংশোধনী আইন অসমের জন্য একটি বড় সমস্যা। সরকার সারা দেশে আইনটি আনতে চেয়েছিল, কিন্তু এখনও তা করতে পারেনি’। তাঁর কথায়, ‘আগে সরকার কোভিডের অজুহাত দিয়েছিল, কিন্তু এখনও তারা তা বাস্তবায়ন করতে পারেনি কারণ এই আইনটি তাড়াহুড়ো করে তৈরি করা হয়েছে’।
যশবন্তের অভিযোগ, ক্ষমতায় থাকা ব্যক্তিদের জন্যই বিপন্নতার মুখে গণতন্ত্র’। এরপরও তাঁর আশ্বাস, ‘আমি রাষ্ট্রপতি ভবনে থাকলে সিএএ যাতে কার্যকর না হয় তা নিশ্চিত করব’।