সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণের সময় কি টেন্ডার ডেকে কাজের বরাত দিয়েছিলেন? এমনই প্রশ্ন তুললেন বিজেপি শাসিত গোয়ার মন্ত্রী। তাঁর দাবি, আজ এত বছর পরও তাজমহল যে সেই চোখ ধাঁধানো সৌন্দর্য বহন করছে তার কারণ, ওই সৌধ নির্মাণে কোনও নিয়মের বেড়াজাল ছিল না।
গোয়ার বিজেপি সরকার রাজধানী পানাজির ঐতিহ্যশালী কলা অ্যাকাডেমি সংস্কারের সিদ্বান্ত নিয়েছে। রাজ্যের শিল্প কলা প্রসার দফতর ওই কাজের বরাত দিয়েছে টেকটন বিল্ডকন নামে একটি বেসরকারি সংস্থাকে। গোয়া সরকার এই আকাদেমি স্থাপন করে ১৯৭০ সালে। আকাদেমির কাজ হল, সংস্কৃতির নানা অঙ্গনের প্রসার। সেখানে নিয়মিত প্রশিক্ষণের পাশাপাশি নানা ধরনের অনুষ্ঠান হয়ে থাকে। কলা অ্যাকাডেমি চত্বর অনেকটা কলকাতার নন্দন, রবীন্দ্র সদন চত্বরের মতো।
গোয়া বিধানসভায় রাজ্যের গোয়া ফরোয়ার্ড পার্টির বিধায়ক বিজয় শরদেশাই বুধবার প্রশ্ন করেন, কেন রাজ্য ও কেন্দ্রীয় সরকারের পূর্ত দফতরকে পাশ কাটিয়ে বিনা টেন্ডারে একটি বেসরকারি কোম্পানিকে সস্কারের দায়িত্ব দেওয়া হল?
জবাবে গোয়ার শিল্প কলা প্রসার দফতরের মন্ত্রী গোবিন্দ গৌড়া বলেন, তাজমহল নির্মাণের সময় সম্রাট শাজাহান কি টেন্ডার ডেকেছিলেন? ডাকেননি। তিনি জনে জনে জানতে চাননি কে কত টাকায় কীভাবে কাজটা করবে।
এখানেই না থেমে গৌড়া আরও বলেন, তাজমহল যে আজও আকর্ষণের কেন্দ্রবিন্দু তার কারণ সেটি নির্মাণে টেন্ডার ডাকার পরিবর্তে যোগ্য লোকেদের বেছে নেওয়া হয়েছিল। শরদেশাইয়ের অভিযোগ, কলা অ্যাকাডেমি সংস্কারে ৪৯ কোটি টাকা সরকার খরচ করছে। অথচ বরাত দেওয়াতে পূর্ত দফতরের নিয়মকানুনের তোয়াক্কা করা হয়নি।