ফের খুশির আমেজ খাদ্যপ্রেমী বাঙালিদের মনে। ইলিশের কথা শুনলেই জিভে জল আসে সিংহভাগ বাঙালির। দীঘা, ডায়মন্ড হারাবারে ইলিশ ভর্তি ট্রলার ফিরেছে। মরসুমের প্রথম ইলিশ দেখা মিলেছে দীঘায়। মঙ্গলবার দীঘার বাজারে ১০ টনেরও বেশি ইলিশ আমদানি হয়েছে বলে জানিয়েছেন দিঘা ফিশারম্যান অ্যান্ড ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্যামসুন্দর দাস। তিনি জানায়েছেন, এর ফলে আগামী কয়েক দিন কিছুটা কমবে ইলিশের দাম। দক্ষিণ ২৪ পরগণার ডায়মন্ড হারবারেও প্রায় ৫০-৬০ টন ইলিশ উঠেছে। আগামী কয়েক দিন এমন আবহাওয়া থাকলে ইলিশের খরা কাটবে বলে মনে করছেন মৎস্যজীবীরা। ফলে, ইলিশের দামও সাধারণ মানুষের সাধ্যের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে।
পাশাপাশি, দীঘা মোহনার বাজারে যে ইলিশগুলি এসেছে সেগুলি আকারে বেশ বড়। ৬০০-৮০০ গ্রাম ওজনের ইলিশ পাইকারি বাজারে ৬০০-৭০০টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এক থেকে দেড় কিলোগ্রাম ওজনের মাছ কেজি প্রতি ১৩০০-১৪০০ টাকায় বিক্রি হয়েছে। মঙ্গলবার ইলিশ যে টাকায় বিক্রি হয়েছে তা স্বাভাবিকের থেকে প্রায় ৪০০ টাকা বেশি বলে জানিয়েছেন মৎস্যজীবীরা। দীর্ঘ দিন ইলিশের দেখা না পেয়ে রীতিমতো হতাশ হয়ে পড়েছিলেন মৎস্যজীবীরা। এবার তাঁদের মুখে কিছুটা হাসি ফুটেছে। এবার বিগত কয়েক বছরের তুলনায় বেশি ইলিশ জালে ধরা পড়বে। এমন আশাতেই বুক বেঁধেছেন তাঁরা।