‘নেতার জন্ম হয় মাটি থেকে’ কবি ভানু ভক্তের জন্মদিন উপলক্ষে দার্জিলিং ম্যালে এক অনুষ্ঠানে বুধবার এই তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী। শ্রদ্ধা জ্ঞাপনের বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। কবি ভানু ভক্ত ভেদাভেদ করতেন না বলে এদিন জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন সকালের দিকে হেঁটে জনসংযোগ করতে বেরিয়েছিলেন তিনি। সেখানে সাধারণ মানুষের সঙ্গে মিশে যান। এছাড়া পাহাড়ের রাস্তায় শিশুদের সঙ্গে হালকা মেজাজে গল্প করতেও দেখা যায় তাঁকে। কয়েকজন খুদেকে আবার কোলে নিয়ে আদরও করেন তিনি। সবশেষে তাদের হাতে তুলে দেন চকোলেট। বলেন, ‘আজকের দিনটা আমার কাছে শিশু দিবস’। এখানেই শেষ নয়, বাজারও ঘুরে দেখেন তিনি। সেখানে আলু পেঁয়াজের দর করতেও দেখা গিয়েছে তাঁকে।
দার্জিলিঙে চলার পথে মুখ্যমন্ত্রীর দেখা হয়েছিল জম্মু-কাশ্মীর থেকে যাওয়া একটি পরিবারের সঙ্গে। সেখানে তাঁদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা যায় তাঁকে। পাশাপাশি তাঁদের সঙ্গে ছবিও তোলেন মুখ্যমন্ত্রী। বলেন, “জম্মু- কাশ্মীরের মানুষের জন্য আমার শুভেচ্ছা রইল।