শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্বোধনে প্রথমে আমন্ত্রণ জানানো হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিতর্ক শুরু হওয়ায় শেষ মুহূর্তে ডাকা হয়। সেই ইস্যুতে এবার মোদী সরকারকে আক্রমণ করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেছেন, ‘বাড়িতে কার্ড ফেলে দিয়ে এলেই নিমন্ত্রণ হয় না। কুৎসিত রাজনীতি করছে বিজেপি’।
সোমবার নির্মীয়মান হাওড়া ময়দান মেট্রো স্টেশনে হবে মূল অনুষ্ঠান। সেখান থেকেই ভার্চুয়ালি রিমোট কন্ট্রোলের মাধ্যমে শিয়ালদহ মেট্রোর উদ্বোধন করবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তৃণমূলের প্রশ্ন, মমতা রেলমন্ত্রী থাকাকালীন এই প্রকল্প অনুমোদন করেন। তাহলে স্মৃতি ইরানির হাত ধরে কেন হবে উদ্বোধন?
বিজেপিকে তোপ দেগে কুণাল ঘোষ বলেন, ‘কুৎসিত রাজনীতি করছে বিজেপি। আগেরদিন রাতে মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে একটা কার্ড ফেলে দিয়ে এল। এটা আমন্ত্রণই না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যাবতীয় মেট্রো হয়েছে। উনি রেল মন্ত্রী থাকাকালীন টাকা বরাদ্দ করেছেন। জমির ব্যবস্থাও করেছেন। আর আজকে তাঁকে আমন্ত্রণ জানানো হবে না। রাতে গিয়ে একটা চিঠি ফেলা হল’।
এরপর বিজেপিকে কটাক্ষ করে তিনি আরও বলেন, ‘একদিন ফিতে কাটবে কাটুক। শীত, গ্রীষ্ম, বর্ষা, মমতাই ভরসা। বিজেপি যেটা করছে, সেটা ঠিক করছে না’। শুধু মেট্রো উদ্বোধন নয়, দুর্গাপুজো নিয়েও বিজেপিকে আক্রমণ করেছেন কুণাল।