এই ঘটনা নতুন নয়। আবারও জনবহুল কলকাতা মেট্রোয় আত্মহত্যার চেষ্টা। সোমবারের কর্ম ব্যস্ততার মধ্যে হঠাৎ গিরিশ পার্ক মেট্রো স্টেশনের লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক মহিলা। ব্যহত হয় যান চলাচল। বন্ধ পরিষেবা। সূত্রের খবর, যিনি ঝাঁপ দিয়েছেন তাকে এখনও চিহ্নিত করা যায়নি। রেল সূত্রে আরও খবর দেহ উদ্ধারের কাজ শুরু হয়েছে। গিরিশ পার্ক মেট্রো স্টেশনে লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা। তার জেরে বন্ধ নিউ গড়িয়াগামী মেট্রো চলাচল। জানা গিয়েছে সাড়ে ১২টা থেকে বন্ধ নিউ গড়িয়াগামী মেট্রো পরিষেবা। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাসগামী একটি মেট্রো হঠাৎই ব্রেক কষে। এর পর বন্ধ হয়ে যায় পরিষেবা। সূত্রের খবর, যিনি ঝাঁপ দিয়েছেন তাকে এখনও চিহ্নিত করা যায়নি। রেল সূত্রে আরও খবর দেহ উদ্ধারের কাজ শুরু হয়েছে।
আপাতত কবি সুভাস লাইনে মেট্রো চলাচল বন্ধ রয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন করে যতক্ষণ না দেহ উদ্ধারের কাজ শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত পরিষেবা বন্ধ থাকবে। গিরিশ পার্কে ট্রেনের সামনে ঝাঁপ মহিলার! সাময়িক বন্ধ থাকার পর চালু মেট্রো পরিষেবা। দুপুর ১২টা ৩৫ মিনিট নাগাদ গিরিশ পার্ক স্টেশনে মেট্রোর সামনে ঝাঁপ দেন এক মহিলা। এর জেরে কিছুক্ষণ ডাউন লাইনে মেট্রো চলাচল বন্ধ ছিল। কলকাতা মেট্রোয় আবারও আত্মহত্যার চেষ্টা। দুপুর ১২টা ৩৫ মিনিট নাগাদ গিরিশ পার্ক স্টেশনে কবি সুভাষগামী মেট্রোর সামনে ঝাঁপ দেন এক মহিলা। এর জেরে ডাউন লাইনে সাময়িক ভাবে কিছুক্ষণ বন্ধ ছিল মেট্রো চলাচল। যার জেরে দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে মেট্রো পরিষেবা চালু করা হয়।