শুক্রবার বিকেলে কালিয়াচক থানার কানাইনগর গ্রামে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। জঞ্জালের স্তূপে থাকা মোবাইলের ব্যাটারিতে আগুন। বিস্ফোরণে প্রাণ গেল একরত্তির! একরত্তির নাম সুরোজ। শুক্রবার বাড়ির পাশে রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল। সেখানে কিছু কাগজ ও বাড়ির জঞ্জাল ফেলে আগুন ধরিয়েছিল প্রতিবেশী এক ব্যক্তি। আর সেই জঞ্জালের মধ্যেই ছিল মোবাইলের ব্যাটারি। আগুনের তাপে তা ফেটে যায়। সেই সময় আগুনের পাশেই দাঁড়িয়ে ছিল সুরোজ। বিস্ফোরণে রীতিমতো জখম হয় ওই শিশু। গুরুতর জখম অবস্থায় দীর্ঘক্ষণ রাস্তার পাশে পড়েছিল সে। এরপরই বাড়ির লোকেরা ওই শিশুকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে থেকে তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। এদিকে সেখানে নিয়ে গেলও শেষরক্ষা আর হয়নি। তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
শুক্রবার বিকেলে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার। কানাইনগর গ্রামে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। জঞ্জালের স্তূপের মধ্যে থাকা মোবাইলের ব্যাটারিতে ধরানো হয়েছিল আগুন। আর সেখানেই বিস্ফোরণ হয়। তার জেরে মৃত্যু হল সাড়ে তিন বছরের এক শিশুর। শুক্রবার বিকেলে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার। কানাইনগর গ্রামে। এই বিস্ফোরণের জেরে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ব্যাটারি বিস্ফোরণের পর বেশ কিছুক্ষণ জখম অবস্থায় রাস্তার ধারে পড়ে ছিল ওই শিশু। তা দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারাই তাকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতের নাম সুরোজ মণ্ডল।