নির্ঘন্ট সময়ের আগেই বর্ষা ঢুকেছে উত্তরবঙ্গে। তারপর থেকে অনবরত ভেসে চলেছে পাহাড়। এবং মেঘভাঙা বৃষ্টির জেরে অমরনাথ যাত্রায় নামে ধস। সূত্রের খবর, বিকেল সাড়ে পাঁচটা নাগাদ অমরনাথ গুহার কাছে মেঘভাঙা বৃষ্টি ও হঠাৎ জলোচ্ছ্বাসের কারণে অমরনাথ গুহার নীচে থাকা পুণ্যার্থীদের তাঁবু এবং কমিউনিটি কিচেন জলের তোড়ে ভেসে যায়। মেঘভাঙা বৃষ্টিতে ধস নেমে বিপদজনক অবস্থা। অমরনাথ যাত্রায় তে নিখোঁজ বহু বাঙালি। এ রাজ্য থেকে বেড়াতে গিয়ে যারা প্রাকৃতিক বিপর্যয়ের কবলে পড়েছেন, তাঁদের সন্ধান পেতে এবার হেলপলাইন নম্বর চালু করল নবান্ন। এদিকে, গোটা ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অমরনাথে মেঘভাঙা বৃষ্টি এবং হড়পা বানের জেরে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনায় দুঃখপ্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার একটি টুইট করে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, “অমরনাথের বিপর্যয়ের ঘটনায় আমি স্তম্ভিত এবং শোকাহত। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।” জানা যাচ্ছে, অমরনাথ যাত্রায় গিয়ে আটকে পড়েছেন বাংলার একাধিক জেলার বহু মানুষ। তাদের দ্রুত উদ্ধার করে ফেরাতে তৎপরতার সঙ্গে কাজ করছে পশ্চিমবঙ্গ সরকার। ইতিমধ্যেই একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে নবান্নের তরফে। দিল্লী এবং জম্মু-কাশ্মীর প্রশাসনের সঙ্গেও যোগাযোগ রাখছে বাংলার সরকার। টুইটে সে বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে উল্লেখ করেছে একটি হেলপলাইন নম্বরও। ০৩৩-২২১৪৩৫২৬ নম্বরটিতে যোগাযোগ করে নিখোঁজ পরিজনদের সাম্প্রতিক আপডেট জানতে পারবেন পরিবারের সদস্যরা।