জামিন পেলেন কিন্তু স্বস্তি পেলেন না মহম্মদ জুবের। উত্তরপ্রদেশের সীতাপুরে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় অল্ট নিউজের সহ প্রতিষ্ঠাতার জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। তবে এখনই ছাড়া পাচ্ছেন না তিনি। জুবেরকে জেলেই থাকতে হবে। কারণ দিল্লি পুলিশ তাঁর বিরুদ্ধে যে মামলা রুজু করেছিল, যার ভিত্তিতে অল্ট নিউজের এই সাংবাদিককে গ্রেফতার করা হয়েছিল সেই মামলায় এখনও তাঁর জামিন মঞ্জুর হয়নি।
শুক্রবার শীর্ষ আদালতে অবকাশকালীন বেঞ্চে বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় ও জেকে মহেশ্বরী এই মামলা শোনেন। অল্ট নিউজের সহ প্রতিষ্ঠাতা মহম্মদ জুবেরের তরফে সওয়াল করেন আইনজীবী কলিন গনসালভেজ। পাশাপাশি এলাহাবাদ হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে মহম্মদ জুবেরের করা আবেদন নিয়েও পদক্ষেপ করেছে সুপ্রিম কোর্ট। এই আবেদনের ক্ষেত্রে উত্তরপ্রদেশ পুলিশকে নোটিসও দেওয়া হয়েছে।
উত্তরপ্রদেশে জুবেইরের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের হয়েছিল। সেই মামলায় জুবেইরকে জামিন দিয়েছে আদালত। সুপ্রিম কোর্ট বলেছে, জামিনের মধ্যে কোনও টুইট করা যাবে না। দিল্লি ছেড়েও যেতে পারবেন না জুবের। কিন্তু তাঁর এসব কোনওটাই করার কোনও সুযোগ নেই। কারণ, ২০১৮ সালের টুইটকে রিটুইট করার ঘটনায় দিল্লি পুলিশ জুবেইরের বিরুদ্ধে যে মামলা করেছিল, সেই মামলায় এখনও জামিন পাননি জুবেইর।