অনবরত বৃষ্টিতে উত্তরবঙ্গ ভাসলেও দক্ষিণবঙ্গে দেখা নেই বৃষ্টির। ভ্যাপসা গরম আর অস্বস্তিকর আবহাওয়ায় নাজেহাল সাধারণ মানুষ। চাতকের মতো অপেক্ষাই সার। গোটা জুন মাসটা দক্ষিণবঙ্গে বৃষ্টির আকাল ছিল। জুলাই মাসের প্রথম সপ্তাহেও একটানা মুষলধারে বৃষ্টির দেখা নেই। এদিকে জোড়া ঘূর্ণাবর্ত ঘনিয়েছে বঙ্গোপসাগরে। তাহলে কি বাংলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে? আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, একটি বৃষ্টি অক্ষরেখা রয়েছে গঙ্গাসাগর থেকে দক্ষিণে। একটি ঘূর্ণাবর্ত রয়েছে ওড়িশা ও উত্তর অন্ধপ্রদেশ উপকূলে এবং ওড়িশা এবং ছত্তীসগড় এলাকায় আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। কিন্তু জোড়া ঘূর্ণাবর্তের দাপট এখনই বাংলায় তেমন দেখা যাবে না বলেই মনে করা হচ্ছে। হাল্কা-বিক্ষিপ্ত বৃষ্টি হবে, তবে সোমবারের আগে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
অর্থাৎ জুন মাসে যে বৃষ্টির ঘাটতি ছিল সেই ঘাটতি এখনও পূরণ হওয়ার তেমন সম্ভাবনা দেখছেন না আবহাওয়াবিদরা। কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেলা ১১টার পর থেকে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। মানে ভ্যাপসা গরম থেকে এখনই রেহাই পাচ্ছেন না বঙ্গবাসী। হাওয়া অফিসের পূর্বাভাস, তাপমাত্রাও বাড়বে ২-৩ ডিগ্রি সেলসিয়াস। ওড়িশা এবং ঝাড়খণ্ডের ওপরে থাকা নিম্নচাপ অক্ষরেখার জন্যই আবহাওয়ায় পরিবর্তন হতে চলেছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা। তবে দেশের পশ্চিমের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। কঙ্কন ও গোয়া উপকূলে প্রবল বৃষ্টির সম্ভাবনা। তুমুল বৃষ্টি হতে পারে মুম্বই সহ মধ্য মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায়।