একুশের ভোটে ভরাডুবির পর থেকেই বঙ্গ বিজেপির অন্দরে চলছে মুষল পর্ব। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ, হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ, লোকাল ট্রেন থেকে কলকাতার রাজপথে দলীয় নেতার বিরুদ্ধে পোস্টার— নানা ভাবে দলের একাংশের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে দলেরই অন্য অংশকে। একের পর এক পুরভোট, উপনির্বাচনে হারের পর সেই গোষ্ঠীদ্বন্দ্ব আরও বড় চেহারা নিয়েছে। এবার যেমন প্রকাশ্যে এসে পড়ল বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের দ্বন্দ্ব।
সম্প্রতি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষের সঙ্গে রূপার সাক্ষাতের একটি ছবি নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। তা নিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘আমার জানা নেই, কে কোথায় যাবেন। আমরা বড় নেত্রীর খোঁজখবর রাখি না।’ দিলীপের এই মন্তব্যের আগেই অবশ্য ফেসবুকে একটি পোস্ট করেছেন রূপা গঙ্গোপাধ্যায়। সেখানে রূপা লেখেন, ‘যাঁরা গালাগাল দিচ্ছেন, তাঁদের অনেকেই মেদিনীপুর, খড়গপুরের লোক, গল্পটা বুঝলাম না…। আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি কম, প্রোফাইল সার্চ করি বেশি…”। ফেসবুক পোস্টের কমেন্টে রূপা আরও লিখেছেন, ‘আমার সঙ্গে গত পাঁচ বছরে বিমানে সব দলের নেতৃত্বের দেখা হয়েছে, তাহলে তো কারও সঙ্গে কথা বলা যাবে না।’ রাজনৈতিক মহলের দাবি, এই ফেসবুক পোস্টে দিলীপকেই নিশানা করেছেন বিজেপি নেত্রী।