এবার আন্তর্জাতিক সূচকে মুখ পুড়ল কর্ণাটকের বিজেপি সরকারের। কারণ সদ্য প্রকাশিত বিশ্বের সবচেয়ে ভাল বাসযোগ্য শহরগুলির তালিকায় ভারতের শহরগুলির মধ্যে বেঙ্গালুরুর স্থান সবচেয়ে নীচে। ইউরোপিয়ান ইন্টেলিজেন্স ইউনিট (ইইউআই)-এর প্রকাশিত গ্লোবাল লাইভবিলিটি ইনডেক্স ২০২২ অনুসারে, এই তালিকায় রয়েছে ১৭৩টি শহর।
কয়েকটি বিষয়কে মাপকাঠি ধরে এই সমীক্ষা করা হয়। যেমন— স্বাস্থ্য, শিক্ষা, পরিকাঠামো, সংস্কৃতি এবং পরিবেশ। এই বিষয়গুলিতে কে কতটা এগিয়ে সেই মোতাবেক সমীক্ষা হয়। এই তালিকায় স্থান পেয়েছে ভারতের পাঁচটি শহর। যার মধ্যে সবচেয়ে নীচে রয়েছে বেঙ্গালুরু৷ ভারতের এই শহরগুলির মধ্যে এগিয়ে রয়েছে দিল্লি। ১৭৩ এর মধ্যে বেঙ্গালুরু রয়েছে ১৪৬ নম্বর স্থানে।
পাকিস্তানের করাচিও বসবাসযোগ্য নয় এমন তালিকায় রয়েছে। তবে ভারতের ‘আইটি শহর’ এর থেকে ভাল র্যাঙ্কিংয়ে রয়েছে পাক শহর। ভারতের ‘সিলিকন ভ্যালি’ নাইজেরিয়ার লাগোসের সমান নম্বর পেয়েছে। রাস্তার গুণমান, গণপরিবহন ব্যবস্থা, আন্তর্জাতিক যোগাযোগ, শক্তি উৎপাদন, টেলিযোগাযোগ, জল এবং আবাসনের লভ্যতার উপর ভিত্তি করে তৈরি স্কোরের নিরিখেই পিছিয়ে বেঙ্গালুরু। যার ফলে মুখ পুড়েছে বাসবরাজ বোম্মাই সরকারের।