এবার বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা ঝরে পড়ল মিঠুন চক্রবর্তীর গলায়। একুশের বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছেন মিঠুন। গেরুয়াশিবিরের হয়ে বিস্তর প্রচারও করেছেন। তবে এখনও বাংলার মুখ্যমন্ত্রীকে বড়দিদির মতো সম্মান করেন মিঠুন চক্রবর্তী। সোমবার সকালে কলকাতায় আসেন তিনি। মঙ্গলবার মমতা সম্পর্কে একথা জানালেন তিনি।
আজ, মঙ্গলবার দেবের প্রযোজনায় ‘প্রজাপতি’ সিনেমার শুটিং শুরু করেছেন মিঠুন। নিজের শহরে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেই সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়ে জানতে চাওয়া হলে মিঠুন নিজের মতামত জানান। “আমি জানি না উনি আমাকে ভাই ভাবেন কিনা। কিন্তু আমি এখনও ওনাকে আমার বড়দিদির মতোই সম্মান করি”, জানান মিঠুন।