শাহজাহান তাজমহল বানিয়ে ভুল করেছেন। জ্বালানির দামবৃদ্ধির জন্য তিনিই দায়ী! এবার ঠিক এই ভাষাতেই মোদী সরকারকে কটাক্ষ করলেন হায়দ্রাবাদের সাংসদ তথা মিম প্রধান আসাউদ্দিন ওয়েইসি। মোদী সরকারকে নিশানা করে ওয়েইসি বলেছেন, ‘দেশের তরুণরা বেকার। মুদ্রাস্ফীতি বাড়ছে। ডিজেল লিটার প্রতি ১০২ টাকা। আসলে অওরঙ্গজেবই এ সবের জন্য দায়ী, প্রধানমন্ত্রী নন। বেকারত্বের জন্য দায়ী সম্রাট আকবর। লিটার প্রতি পেট্রোল বিক্রি হচ্ছে ১০৪ টাকায়। তাজমহল যিনি বানিয়েছেন, তিনি দায়ী।’
এর পরই মিম প্রধান বলেন, ‘যদি উনি তাজমহল না বানাতেন, তা হলে আজ লিটার প্রতি ৪০ টাকায় পেট্রোল বিক্রি হত। মিস্টার প্রধানমন্ত্রী, আমি মানছি, উনি (শাহজাহান) তাজমহল বানিয়ে ভুল করেছেন। লাল কেল্লা বানিয়ে ভুল করেছেন। ওঁর উচিত ছিল অর্থ সঞ্চয় করে ২০১৪ সালে মোদীর হাতে তুলে দেওয়া। সব ইস্যুতে ওরা (বিজেপি) মুসলিমদের দায়ী করে, মুঘলদের দায়ী করে।’ তাঁর কথায়, ‘ভারতে কি শুধু মুঘলরাই শাসন করেছে? অশোক করেননি? চন্দ্রগুপ্ত মৌর্য করেননি? কিন্তু বিজেপি শুধুই মুঘলদের দেখতে পায়। ওরা এক চোখে মুঘলদের দেখে, অন্য চোখে পাকিস্তানকে দেখে।’