রাষ্ট্রদ্রোহ মামলায় বিগত এক বছর ধরে বন্দি উমর খালিদ। এবার জেএনইউ-এর ছাত্রনেতার প্রতি সংহতি জানিয়ে সরব হলেন আমেরিকান ভাষাতত্ত্ববিদ, দার্শনিক নোম চমস্কি।
শনিবার একটি ভিডিয়ো বিবৃতিতে প্রবীণ অধ্যাপক বলেন, ‘খালিদের বিরুদ্ধে বিশ্বাসযোগ্য তথ্যপ্রমাণ বলতে তাঁর বক্তৃতা, যা মুক্ত সমাজে মৌলিক অধিকার বলে স্বীকৃত। এই ঘটনাটির আলাদা মূল্যায়ন না করেও বলব এর মধ্যে ভারতের বিচার ব্যবস্থার দৈন্যের ছবি ফুটে উঠছে। ভারতে মুক্ত নাগরিক এবং প্রতিষ্ঠানগুলির উপরে জুলুম এবং ক্ষেত্র বিশেষে হিংসা চলছে। এ সব ঘটনা আদতেসরকারি তরফে ভারতের ধর্মনিরপক্ষ গণতন্ত্রের পরম্পরা নষ্ট করার বৃহৎ অপচেষ্টা, যা এর বদলে হিন্দু আধিপত্যবাদ কায়েম করতে চায়।’
চমস্কি অবশ্য ভারতের তরুণ প্রতিবাদীদের সাহসী প্রতিরোধেই ভরসা রেখেছেন। তাঁর আশা, ‘ওঁরাই ফের ভারতকে শান্তি এবং সুবিচারের মর্যাদা রক্ষা করে এক উন্নততর বিশ্ব গঠনের পথে ফিরিয়ে আনবেন।’ গান্ধীজির পৌত্র তথা ইতিহাসবিদ রাজমোহন গান্ধীও একটি বিবৃতিতে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পিএইচডি উমর খালিদকে এ দেশের প্রথম সারির এক মেধাবী তরুণ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘দ্রুত এবং নিরপেক্ষ বিচার ছাড়া কাউকে আটকে যে কোনও দেশের গণতন্ত্রের ত্রুটির চিহ্ন। বন্দি করে উমরের মুখ রাখা বন্ধ রাখা বিশ্বে ভারতের ভাবমূর্তিতে একটি কলঙ্কচিহ্ন।’