শিন্ডে শিবিরের বিদ্রোহের জেরে আগেই গদি হারাতে হয়েছিল তাঁদের। আর তারপর একনাথ শিণ্ডে আস্থাভোটে জিততেই চরম বিপাকে পড়লেন উদ্ধব ঠাকরে ঘনিষ্ঠ শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। তাঁর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন বিজেপি নেতা কিরীট সোমাইয়ার স্ত্রী। সেই মামলায় এবার রাউতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল মুম্বইয়ের এক আদালত।
রাউতের বিরুদ্ধে কিরীট সোমাইয়ার স্ত্রী মেধার অভিযোগ, বিনা প্রমাণে তাঁর বিরুদ্ধে লিখেছেন সঞ্জয় রাউত। শিবসেনার মুখপত্র ‘সামনা’য় ‘টয়লেট দুর্নীতি’র অভিযোগে সোমাইয়ার স্ত্রীকে অভিযুক্ত করেছেন রাউত। বিনা প্রমাণে এই অভিযোগ দায়ের করায় রাউতকে কাঠগড়ায় টেনে নিয়ে গিয়েছেন মেধা। ১২ এপ্রিল তিনি রাউতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
এতদূর পর্যন্তও ঠিক ছিল। কিন্তু, এই মামলায় সোমবার সঞ্জয় রাউতের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। কারণ, তলবের পরে রাউত বা তাঁর আইনজীবী কেউই আদালতে হাজিরা দেননি। সেই কারণে জামিনযোগ্য ৭০ নম্বর ধারায় রাউতের বিরুদ্ধে পাঁচ হাজার টাকা জরিমানার গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এমনটাই জানিয়েছেন মেধার আইনজীবী বিবেকানন্দ গুপ্তা।