সময়ের আগে বর্ষা প্রবেশ করেছে উত্তরবঙ্গে। অনবরত বৃষ্টিতে ভাসছে পাহাড়। তবে দক্ষিণবঙ্গে রোদের দাবদাহ কমছে না। রবিবারের আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও সোমবার সকাল থেকেই ফের পুরনো ছন্দে ফিরেছে সূর্যের দাপট। সূর্যের চোখ রাঙানিতে সকাল থেকেই গরমে নাভিশ্বাস ওঠার অবস্থা শহরবাসীর। হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতায় এদিন বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টিপাত হবে না। তবে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে সোমবার বৃষ্টির পরিমাণ কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। শনি ও রবি দুই দিনই কলকাতার আকাশ ছিল মেঘাচ্ছন্ন। মাঝারি থেকে ভারী বৃষ্টিতে ভিজেছে মহানগরী। তবে রবিবার বিকেল থেকেই উধাও বৃষ্টি।
সোমবার কলকাতায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সেই সঙ্গে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। বাড়তে পারে তাপমাত্রাও। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। তবে উপকূলবর্তী জেলা গুলিতে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। সোমবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা যেমন দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। অন্যদিকে, উত্তরবঙ্গে সোমবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও বুধবার থেকে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষত, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাত চলবে।