বাংলার রাজ্যপাল হয়ে আসার পর থেকেই বারবার রাজ্যের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন জগদীপ ধনকর। প্রায় প্রতিদিনই পালা করে রাজ্য সরকারকে উত্ত্যক্ত করতে দেখা যায় তাঁকে। এরই মধ্যে তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের পর রাজ্যপালের করা ‘বিভ্রান্তিকর’ টুইট থেকেই ফের সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। এবার যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা ‘জেহাদ’ সংক্রান্ত মন্তব্য প্রত্যাহারের দাবি জানাতেই ধনকরকে পাল্টা দিয়ে তৃণমূল বলেছে, বিজেপির ‘শেখানো কথা’ বলা বন্ধ করে মহারাষ্ট্রের মতো এ রাজ্যেও সরকার ফেলে দেওয়ার যে হুমকি দেওয়া হচ্ছে, সেটা বন্ধ করার জন্য রাজ্যপাল আগে ব্যবস্থা নিন!
বৃহস্পতিবার একটি অনুষ্ঠান থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের সামনে রাজ্যপাল বলেন, রাজনৈতিক দলের বিরুদ্ধে জেহাদ কী করে হয়? এমন বিপজ্জনক মন্তব্য অবিলম্বে প্রত্যাহার করার জন্য ফের মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। আর তারপরেই তাঁকে পাল্টা দিয়ে রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘বাংলা ভাষায় অনেক শব্দ এমন ভাবে মিশে গিয়েছে, যার চলিত ব্যবহারের সঙ্গে আদি অর্থের আর মিল নেই। রাজ্যপাল বাংলা ভাষার এই অভিযোজনটাই অনুভব করতে পারেন না, বিজেপির শেখানো কথা বলে চলেছেন!’ তৃণমূল মুখপাত্রের দাবি, ‘মহারাষ্ট্রের মতো এখানে সরকার ফেলে দেওয়ার যে দাবি করা হচ্ছে, সেটাই তো অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক। উনি আগে সেটা বন্ধ করতে বলুন!’
tmc