তাঁর বিতর্কিত পয়গম্বর মন্তব্য নিয়ে এখনও তোলপাড় দেশ। আন্তর্জাতিক চাপের মুখে পড়তে হয়েছে ভারত সরকারকেও। আর তার ফলস্বরূপ এবার বিজেপি মুখপাত্র (বর্তমানে নিলম্বিত) নূপুর শর্মাকে গোটা দেশের কাছে ক্ষমা চাইতে বলল সুপ্রিম কোর্ট। দেশে এই মুহূর্তে যে অশান্তি চলছে তার জন্য একা নূপুরকেই দায়ী করেছে শীর্ষ আদালত।
এদিন নূপুরকে ভর্ৎসনা করে বিচারপতি সূর্যকান্ত বলেন, ‘আমরা ওই বিতর্কসভাটি দেখেছি। যে ভাবে তিনি কথাগুলো বলেছেন তা-ও দেখেছি। আপনি নিজে এক জন আইনজীবী হয়ে, এরকম করেছেন যা লজ্জার। আপনার উচিত সারা দেশের কাছে ক্ষমা চাওয়া।’
তাঁর বিরুদ্ধে দায়ের হওয়ার সমস্ত এফআইআর দিল্লীতে স্থানান্তর করার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন নূপুর। তাঁর আইনজীবী বলেন, নূপুরকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। তা শুনে বিচারপতি বলেন, ‘তিনি হুমকির মুখে পড়ছেন, না কি তিনিই নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছেন! তিনি দেশে অশান্তির বাতাবরণ তৈরি করেছেন। আজ গোটা দেশে যা চলছে, তার পিছনে দায়ী একা এই মহিলা।’
Read: Rath Yatra
Tweet: Rath Yatra
Supreme Court