স্টোকসদের বিরুদ্ধে সিরিজের অবশিষ্ট টেস্টে আর নামা হচ্ছে না রোহিত শর্মার। বৃহস্পতিবার ইতি পড়ল সমস্ত জল্পনায়। এজবাস্টন টেস্ট থেকে ছিটকে গেলেন রোহিত। তাঁর জায়গায় ভারতকে নেতৃত্ব দেবেন যশপ্রীত বুমরা। আজ টুইট করে সরকারি ভাবে এই কথা জানিয়ে দিয়েছে বিসিসিআই। সহ-অধিনায়কের দায়িত্ব পড়েছে ঋষভ পন্থের কাঁধে। প্রথম বার দেশকে নেতৃত্ব দেবেন বুমরা। এর আগে কোনও প্রথম শ্রেণির ম্যাচে দেশকে নেতৃত্ব দেননি বুমরা। ভারতের টেস্ট দলের ৩৬তম অধিনায়ক হতে চলেছেন তিনি। কপিল দেবের পর প্রথম বার কোনও দ্রুতগতির বোলার নেতৃত্ব দেবেন ভারতকে।
প্রসঙ্গত, রোহিত যে খেলতে পারবেন না, এটা জানা গিয়েছিল বুধবার দুপুরেই। দ্বিতীয় বার কোভিড পরীক্ষাতেও তাঁর ফল পজিটিভ এসেছিল। তবু রাতের দিকে সাংবাদিক বৈঠকে দলের কোচ রাহুল দ্রাবিড় জানিয়েছিলেন, তাঁরা অপেক্ষা করতে চান। শেষ পর্যন্ত দেখতে চান রোহিতের শারীরিক অবস্থা। তবে এ দিন দুপুরেই বুমরার নাম ঘোষণা করে দেওয়ায় অনেকেই মনে করছেন, এখনও পুরোপুরি ফিট নন হিটম্যান। তাই তাঁকে আর নামানো হবে না।